নানা অনিয়মের অভিযোগে ১৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে তদন্তে নেমেছে বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রক সংস্থা ইউজিসি।
অনিয়মের অভিযোগ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রক সংস্থা ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ বলেন, শিক্ষকদের বিরুদ্ধে তদন্তে নামাটা বিব্রতকর।
রাজনৈতিক বিবেচনায় উপাচার্য নিয়োগের ফলেই বিশ্ববিদ্যালয়গুলোর অস্থিতিশীলতার জন্য অনেকখানি দায়ী এমনটাই মনে করছেন
বিশিষ্টজনেরা।
এ বিষয়ে এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের সাথে যদি রাজনৈতিক যোগসূত্র না থাকে তাহলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ভাল থাকে।
সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী বলেন, উপাচার্যদের উচিৎ শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে কাজ করা।
উপাচার্যদের প্রতি তাঁরা বলেন, অন্ধকারাচ্ছন্ন চারিত্রিক বৈশিষ্ট্য ঝেড়ে ফেলে বাতিঘর হয়ে আলো ছড়ানোই হোক ভিসিদের মূল লক্ষ্য।
আপনার মতামত দিন: