নিজস্ব প্রতিবেদক: আমাজন যদি পৃথিবীর ফুসফুস হয় তবে সুন্দরবন অবশ্যই বাংলাদেশের ফুসফুস। তাই যে কোন মূল্যে এই বনকে রক্ষায় সংশ্লিষ্টদের সজাগ থাকতে বলেছেন হাইকোর্ট।
সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে শিল্প কারখানা স্থাপনে পরিবেশগত ছাড়পত্রের বিষয়ে নির্দেশনা চেয়ে করা তিনটি রিটের চূড়ান্ত শুনানিতে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এসব কথা বলেন।
বিষয়টিতে পূর্বে জারি করা রুল যথাযথ ঘোষণা করে দেয়া রায়ে উচ্চ আদালত বলেছেন, সুন্দরবনের ১০ কিলোমিটার ক্রিটিকাল জোনে নতুন কারখানা করতে দেয়া হবে কি না তা নির্ধারণ করবে সরকার।
আদালত পর্যবেক্ষণে বলেছে, বর্তমানে যেসব কারখানা আছে তার জন্য বরাদ্দকৃত জায়গা পর্যাপ্ত কি না, সেখানে কারখানা করার মত আরও জায়গা আছে কি না এবং যারা আছে তারা আইন মানছে কি না তা তদন্ত করে আইনী পদক্ষেপ ও সুন্দরবন রক্ষায় কার্যকর পদক্ষেপ নেবে সরকার।
আপনার মতামত দিন: