আলোকিত কন্ঠ ডেস্ক।। কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন্স লিগ জেতায় মিউনিখে হয়েছে উৎসব। তবে, প্যারিসে অনেক স্বপ্ন নিয়ে খেলা দেখতে বসা সমর্থকেরা ম্যাচের পর হট্টগোল করলে বাধা দিতে প্রয়োজন পড়ে পুলিশের।
শক্তির বিচারে ট্রফি জয়ের পথে এগিয়ে ছিলো বায়ার্ন। তারপরও আলোর রোশনাই হাতে প্যারিসের রাস্তা-ঘাট, পাবে জমা হয়েছিলো হাজারো মানুষ। ম্যাচ শেষে স্বপ্ন ভঙ্গের বেদনায় ওরা শুরু করে হট্টগোল। প্রথমে খানিকটা সময় পুলিশ পরিস্হিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়। লাটিচার্জের সাথে টিয়ারশেল ব্যবহার করে থামানো হয় হট্টগোল।
অন্যদিকে, মিউনিখে আনন্দ উল্লাস যেন থামছিলই না। বায়ার্ন গোল দেয়ার পর পরই শুরু হয়ে যায় উৎসব। ম্যাচ শেষ হলেও তা চলে মধ্যরাত পর্যন্ত। ট্রেবল জয়ের আনন্দে বিভোর ছিল বাভারিয়ান্স ফ্যানরা।
প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গত রাতে পিএসজিকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন।
আপনার মতামত দিন: