আলোকিত কন্ঠ ডেস্ক: পুরান ঢাকার পাটুয়াটুলীতে ধসে পড়া দোতলা ভবনটির ধ্বংসস্তূপ থেকে বাবার লাশের পর ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৭জুলাই) দুপুরে ধসে পড়া ওই ভবনের ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়ে রাত ৮টার দিকে জাহিদুল ব্যাপারী (৬০) নামে একজনের লাশ পাওয়া যায়।
এর প্রায় চার ঘণ্টা পর রাত ১২টার দিকে জাহিদুলের ছেলে শফিকুল ব্যাপারীর (১৮) লাশও ধ্বংসস্তূপের নিচে পান ফায়ার সার্ভিসের কর্মীরা।
সদরঘাটের কাছে সুমনা হাসপাতালের পাশের ছয় নম্বর লেইনের শত বছর পুরনো ওই দোতলা ভবনটি এক রকম পরিত্যক্তই ছিল।
বুধবার ধসে পড়ে পুরাতন ওই দোতলা ভবনটি।
ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন গণমাধ্যমকে বলেন, “রাত ৮টার দিকে জাহিদুলের মরদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে।”
স্থানীয়রা জানায়, শত বছরের পুরানো এই ভবনটি এক রকম পরিত্যক্তই ছিল। তবে ফুটপাতের ফলের কয়েকজন হকার সেখানে থাকতেন।
ভবন ধসের পর এর ভেতরে দুজন আটকা পড়েন বলে স্থানীয়রা জানায়।
আপনার মতামত দিন: