কিশোরগঞ্জ থেকে এমদাদুর রহমানঃ— ‘সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় আজ বৃহস্পতিবার ১২ ডিসেম্বর সকালে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে র্যালী ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি উপজেলা চত্তর হইতে শুরু হয়ে পৌর সদর বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে সেমিনার অনুষ্ঠিত হয়।
ইউএনও মোঃ নাহিদ হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পাকুন্দিয়া সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ কফিল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সাইফুল ইসলাম, জাংগালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক আ.জ.ম আকরাম হোসেন, উপজেলা মৎস্য অফিসার মোঃ কাওসার মিয়া, একাডেমিক সুপারভাইজার মোঃ শারফুল ইসলাম, সহকারী প্রোগ্রামার মোঃ আসিফ মিয়া।
আপনার মতামত দিন: