নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের দেলোয়ার হোসেনের দোকানের সামনে থেকে মাদক ব্যবসায়ী কর্ণেল মিয়া(২২) কে ৮পিছ ইয়াবাসহ আটক করেছে থানা পুলিশ। খালিয়াজুরী উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম মাহমুদুল হাসানের দিক নির্দেশনায় এসআই মোখলেছুর রহমান ও এএসআই হরিপদ পালের নের্তৃত্বে পুলিশের বিশেষ টিম অভিযান চালিয়ে কর্ণেল মিয়াকে আটক করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মেন্দিপুর ইউনিয়নের মৃত লাহুত মিয়ার ছেলে কর্ণেল মিয়া দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তারই প্রেক্ষিতে শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, মাদক ব্যবসায়ী কর্ণেল মিয়ার নামে খালিয়াজুরী থানায় আরো একাধিক মাদক মামলা রয়েছে।
নেত্রকোনা প্রতিনিধি
তারিখ: 06.09.2019
মোবাঃ ০১৭৭২-১৭৯২৮২
আপনার মতামত দিন: