আলোকিত কন্ঠ ডেস্ক।। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ সময় রাত আড়াইটার দিকে মাহমুদউল্লাহ রিয়াদদের বহনকারী চার্টাড বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বৃষ্টির কারেণ শেষ টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় একদিন আগেই দেশে ফেরে বাংলাদেশ দল।
তিন দফা পাকিস্তান সফরের প্রথম দফা শেষ করলো মাহমুদউল্লাহ-তামিমরা।
এর আগে তিনটি টি-টোয়েন্টির মধ্যে দুটিতেই হেরে যায় বাংলাদেশ ক্রিকেট দল। বৃস্টির জন্য পরিত্যক্ত হয় অন্য ম্যাচটি।
আপনার মতামত দিন: