জাবি প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৬ই ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
সকাল সাড়ে ৭টায় জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি হাসান তানভীর ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি ইমন মাহমুদ, যুগ্ন সম্পাদক নূর হাসান নাঈম অর্থ সম্পাদক শিহাব উদ্দিন, দপ্তর সম্পাদক হাসিব সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুদ্র মোসাদ্দেকুর রহমান, জাকির হোসেন জীবন, শরিফুল ইসলাম রুমান, নোমান বিন হারুন, মেহেদী হাসান সজীব, আয়শা সিদ্দিকা মেঘলা, রাহাত চৌধুরী, ওয়াজাহাতুল ইসলাম, মোঃ সৌরভ প্রমুখ।
আপনার মতামত দিন: