ডেস্ক নিউজ ।। আজ রোববার (১৮ আগস্ট) থেকে পুরোদমে খুলছে সরকারি অফিসগুলো। সকাল থেকেই সচিবালয়, অফিস, আদালত ও ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছে।
গত ৯ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত টানা নয় দিনের ছুটি ছিল। এরমধ্যে সাপ্তাহিক ছুটি চার দিন, কোরবানির ছুটি তিন দিন ও জাতীয় শোক দিবসের ছুটি ছিল একদিন। মাঝখানে ১৪ আগস্ট একদিনের জন্য সরকারি অফিস আদালত খোলা থাকলেও অনেকেই এদিনের ছুটি নিয়ে টানা নয় দিন ছুটি কাটিয়েছেন।
রোববার (১৮ আগস্ট) সকাল ৯টা থেকে অফিস শুরু হলেও অনেকেই সময় মত অফিসে পৌঁছাননি। ছুটি কাটিয়ে বাড়ি থেকে সরাসরি অফিসে পৌঁছাবেন এমনটাই অনেকের ধারনা। তবে, দশটা-এগারোটা নাগাদ অফিস জমে উঠবে।
এদিকে, ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরেছে কর্মব্যস্ত মানুষ। রাজধানীর সড়কে চিরচেনা সেই যানজট না থাকলেও গাড়ির চাপ বেড়েছে। ঈদের আগে বাড়ি যাওয়া কর্মজীবী লোকজন শুক্রবার থেকেই ঢাকায় ফিরতে শুরু করেছেন। গত দুই দিন ধরেই সদরঘাট, কমলাপুর, গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনালে রাজধানীমুখী মানুষের ভিড় বেড়েছে।
আপনার মতামত দিন: