অনলাইন ডেস্ক ।। ঈদ উদযাপন শেষে ঢাকা ফিরছে কর্মজীবী মানুষেরা। ঈদ ও সাপ্তাহিক ছুটির শেষ দিনে তাই রাজধানীর রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোতে দেখা যায় মানুষের স্রোত। সড়কে যানজট কম থাকায় নির্বিঘেœ আসতে পারছে যাত্রীরা।
লঞ্চযাত্রীরাও আসছেন স্বস্তি নিয়েই। তবে ক্রমাগত সিডিউল বিপর্যয়ের কারণে আজও ঢাকা ফিরতে দেরি হচ্ছে ট্রেন যাত্রীদের। ধূমকেতু, নীলসাগর, সুন্দরবন, একতা ও রংপুর এক্সপ্রেসসহ পশ্চিমাঞ্চলের প্রায় সব ট্রেন ৪ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত দেরিতে পৌঁছায় ঢাকায়। এতে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা।
আপনার মতামত দিন: