নিজস্ব প্রতিনিধিঃ
নানা আয়োজনের মধ্য দিয়ে সোমবার (১২ অক্টোবর) রাজধানীর আশুলিয়ায় জাতীয় শ্রমিকলীগের ৫১ তম জন্ম দিন পালিত হয়েছে। জাতীয় শ্রমিকলীগ আশুলিয়া আঞ্চলিক কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
দিনের শুরুতে মোটর সাইকের শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসটির সুচনা হয়। শোভাযাত্রাটি জামগড়া চৌরাস্তা থেকে শুরু হয়ে আশুলিয়ার সি এন্ড বি দিয়ে শ্রীপুর হয়ে আবার আশুলিয়া প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। পরে প্রেসক্লাবের সামনে জন্মদিনের কেক কেটে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় জাতীয় শ্রমিকলীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি আকবর হোসেন মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সারোয়ার হোসেন, সাধারণ সম্পাদক লায়ন ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমন শিকদার সহ প্রমুখ। এ সময় কমিটির বিভিন্ন ইউনিয়নের নেতাকমী বৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে জাতীয় শ্রমিকলীগ শুরু থেকেই কাজ করে আসছে। আগামীতে ও শ্রমিকলীগের এই ধারা অব্যাহত থাকবে।
আপনার মতামত দিন: